রাষ্ট্রীয় সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে তৃণমূলের শ্রমিক সমাবেশ

author-image
Harmeet
New Update
রাষ্ট্রীয় সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে তৃণমূলের শ্রমিক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: রাষ্ট্রীয় সংস্থা বিলগ্নিকরণের প্রতিবাদে শনিবার বিকেলে শ্রমিক সমাবেশ। দুর্গাপুর ইস্পাত কারখানার বাইরে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক- সহ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।

এই সমাবেশ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় মৃত তিন অস্থায়ী কর্মীর পরিবারের হাতে স্থায়ী কাজের নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী জানান, শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের কাছে ন্যায্য অধিকারের লড়াইয়ে নেমেছে। মজবুত হচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠন। EPF- এর সুদ কমিয়ে দিচ্ছে। অন্যদিকে শ্রম আইন আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ক্ষতির মুখে পড়ছে শ্রমিকরা। এর বিরুদ্ধে জারি থাকবে লড়াই।
কেন্দ্রীয় সরকার আদানী, আম্বানিদের হাতে তুলে দিচ্ছে লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। শ্রমিক নেতাদের দাদাগিরিও চলবে না, হুঁশিয়ারি দেন রাজ্য এবং জেলা সভাপতি।