এবার সিবিআইয়ের তলবের মুখে বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল, দলের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

author-image
Harmeet
New Update
এবার সিবিআইয়ের তলবের মুখে বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল, দলের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

হরি ঘোষঃ দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে এসে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। ভোট পরবর্তী হিংসায় কোনও বিজেপি নেতাকে এই প্রথম তলব করল সিবিআই। সিবিআই এর নোটিশের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৯ টায় হাজিরা দিতে এসে কালোসোনা মন্ডল জানান, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে বীরভূমের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছিল। অসহায় বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি এবং আরো বেশ কয়েকজন। এই বিষয়ে জেলা নেতৃত্বকে বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন, কিন্তু তারা পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তিনি। রবিবার বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এই বিষয়ে বলেন, “ওনার সাথে হয়তো অনুব্রত মণ্ডলের কথা হত। তাই রাজসাক্ষী হিসাবেই ডেকেছে সিবিআই। দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যাওয়ার আগে বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কালোসোনা মন্ডল তার কথার পরিপ্রেক্ষিতে বলেন, “উনি পাগলের প্রলাপ বকছেন। ওনার কথা শুনে লাভ নেই”। ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের প্রথম বিজেপি নেতাকে সিবিআইয়ের তলব ঘিরে এখন চূড়ান্ত অস্বস্তিতে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব।