New Update
/anm-bengali/media/post_banners/eeE4IeHG5jU97klVe6y4.jpg)
হরি ঘোষঃ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই অফিসে আজ সকাল থেকে একাধিক ব্যবসায়ী, তৃণমূল কর্মী ও চিকিৎসকদের তলব করেছে সিবিআই। হাজিরা দিতে উপস্থিত হন, বীরভূম জেলার একজন স্বর্ণ ব্যবসায়ী গৌতম কর্মকার, রামপুরহাটের কুসুমবাগ এলাকার কেবিল ব্যবসায়ী দীনেশ মণ্ডল, ঠিকাকর্মী কৌশিক দাস, বীরভূম জেলার তৃণমূল কর্মী মোশারফ আলী, পেশায় গাড়িচালক ও তৃণমূল কর্মী নদিয়ার কবির উদ্দিন শেখ। এছাড়াও হুগলি জেলার পান্ডুয়া থেকে দাঁতের চিকিৎসক ডঃ আনন্দময় ঘোষও এদিন সিবিআই অফিসে হাজিরা দেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us