তৃতীয় ঢেউ আসার আগেই বিশেষ উদ্যোগ নিতে চলেছে RSS

author-image
Harmeet
New Update
তৃতীয় ঢেউ আসার আগেই বিশেষ উদ্যোগ নিতে চলেছে RSS

নিজস্ব সংবাদদাতাঃ করোনার  তৃতীয় ঢেউ আসার আগেই বিশেষ উদ্যোগ নিতে চলেছে সংঘ পরিবার। সংক্রমণের তৃতীয় ঢেউ এলে সংঘ পরিবার যাতে অসহায়দের পাশে দাঁড়াতে পারে তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে কার্যকর্তাদের। রবিবার এক বিবৃতিতে সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল অম্বেকর জানান, তাঁদের সদস্যরা এই ঢেউ মোকাবিলায় সবরকম ভাবে ময়দানে থাকবে। ১ অগাস্ট থেকে শুরু হবে প্রশিক্ষণ। কোনও কোনও জায়গায় অবশ্য আরও কয়েকদিন পরও তা শুরু হতে পারে।