অনুব্রত মামলায় এবার তলব করা হল এক ইঞ্জিনিয়ার পড়ুয়া ও বেসরকারি স্কুলের শিক্ষিকাকে

author-image
Harmeet
New Update
অনুব্রত মামলায় এবার তলব করা হল এক ইঞ্জিনিয়ার পড়ুয়া ও বেসরকারি স্কুলের শিক্ষিকাকে

হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুরের ইঞ্জিনিয়ার পড়ুয়া উজ্জ্বল দে ও তার বান্ধবী বেসরকারি স্কুলের শিক্ষিকা মৌলি পালকে দুর্গাপুরের সিবিআই অফিসে তলব করা হয় আজ। সিবিআই তলব করার বিষয়ে ইঞ্জিনিয়ার পড়ুয়া উজ্জ্বল দে বলেন, "কলেজ সংক্রান্ত বিষয়ে ফোন করেছিলেন অনুব্রতকে তাই কল লিস্ট দেখে হয়তো ডাকা হয়েছে।"