নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ফের শক্তি বাড়াচ্ছে করোনা। ক্রমে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলিকে পর্যাপ্ত প্রিকশনারি ডোজ মজুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সেই সঙ্গে মজুত রাখতে বলা হয়েছে বুস্টার ডোজও। হাসপাতালগুলিকে নিয়মিত আক্রান্তদের তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের রোগীরা কেমন রয়েছে তা জানতেই এই পদক্ষেপ। এ নিয়ে গড়া হয়েছে কমিটি। তবে, চিকিৎসক মহলের একাংশই মনে করছে যে স্বাস্থ্য বিধি নিয়ে সতর্কতার অভাবেই বাড়ছে সংক্রমণ। যথাযথ ভবে স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে না। ​