বাড়ছে চোরের উপদ্রব, হাতেনাতে ধরে চোরকে গণধোলাই স্থানীয়দের

author-image
Harmeet
New Update
বাড়ছে চোরের উপদ্রব, হাতেনাতে ধরে চোরকে গণধোলাই স্থানীয়দের

হরি ঘোষ, দুর্গাপুর: শিল্পাঞ্চলে হাটে বাজারে মোবাইল চুরি হওয়া একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ অনেকাংশে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হলেও মোবাইল চুরি বন্ধ করতে অক্ষম। ফলে স্থানীয়রা সজাগ থাকায় কাঁকসার শিবপুরের সবজি হাট থেকে প্রথমে একজন এবং পরে আরো একজন সন্দেহভাজন মোবাইল চোরকে হাতেনাতে ধরল। চলল একপ্রস্থ গণ ধোলাই। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নজরদারির গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা বারেবারে ঘটছে এবং চুরির উপদ্রব বাড়ছে। রবিবার সাত সকালেই হাট করতে গেলে এক ব্যক্তির পকেট থেকে মোবাইল বের করে সন্দেহভাজন যুবক। জনতার রোষে মুখে পড়ে সন্দেহভাজন ওই যুবক। পরে সন্দেহভাজন আরো এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার মলানদিঘি ক্যাম্পের পুলিশ। পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে নিয়ে যায়।