ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা
ইউক্রেনে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, প্রাক্তন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সুস্থ নারী সশন্ত পরিবার অভিযান নিয়েই হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা
রোমে মধ্যযুগীয় টাওয়ারের আংশিক ধসে নিহত নির্মাণকর্মী
পাগলকে বাঁচাতে গিয়ে মৃত্যু ব্যক্তির!
যাত্রাগাছির অজ্ঞাত পরিচয় দেহের এবার পরিচয় প্রকাশ্যে এলো
তানজানিয়ায় সহিংসতার পর আংশিকভাবে কারফিউ ও ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিল

মালদায় ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, উত্তেজনা সরকারি হাসপাতালে

author-image
Harmeet
New Update
মালদায় ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, উত্তেজনা সরকারি হাসপাতালে

নিজস্ব সংবাদদাতাঃ হাত কেটেছিল কাঁচিতে। কিন্তু অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে দেওয়া হল কুকুর কামড়ের ইনজেকশন, র‍্যাবিস ভ্যাকসিন। আরও অসুস্থ হয়ে পড়েছেন ওই রোগী। ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সদর এলাকায়। যদিও মুখে কুলুপ এঁটেছেন হরিশ্চন্দ্রপুর হাসপাতালের স্বাস্থ্য কর্তারা। ঘটনার জেরে হাসপাতালে চিকিৎসক সুব্রত চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সঙ্গীতা গুপ্তা হরিশ্চন্দ্রপুর সদর এলাকার কলম পাড়ার বাসিন্দা। তিনি একটি সেলাইয়ের দোকান চালান। সেলাই করতে গিয়ে কাঁচি দিয়ে তাঁর হাতের তালু কেটে যায়। তিনি দেরি না করে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যান টিটেনাসের টিকা নিতে। সে সময় হাসপাতালে কুকুর বেড়াল কামড়ানোর ইনজেকশন দেওয়া হচ্ছিল। সে সময় এক কর্তব্যরত নার্স সঙ্গীতার হাতে পরপর দুটি ইনজেকশন দিয়ে দেন। এরপর আবার তাঁর হাতে তৃতীয় ইনজেকশন দেওয়ার সময় সঙ্গীতার সন্দেহ হয় এবং তিনি ইনজেকশন দিতে বাধা দেন। কর্তব্যরত নার্সকে জিজ্ঞেস করেন তাঁকে এত ইনজেকশন দেওয়া হচ্ছে কেন? তখনই তিনি জানতে পারেন, তাঁকে ভুলবশত কর্তব্যরত নার্স কুকুর কামড়ানোর অ্যন্টি র‍্যাবিস ইনজেকশন দিয়ে দিয়েছেন। তিনি তৎক্ষণাৎ হাসপাতালের বিএমওএইচ চিকিৎসক অমল কৃষ্ণ মন্ডলের কাছে ছুটে যান।