হরি ঘোষ,দুর্গাপুর: দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া সফরের আগে আগামীকাল দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি নিবাস করবেন মুখ্যমন্ত্রী। চলতি মাসেই বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ৩১ মে পুরুলিয়া থেকে সরাসরি বাঁকুড়া ঢুকবেন তিনি। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটাই তাঁর প্রথম বাঁকুড়া সফর। দলীয় কর্মীসভার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। তাই জেলাজুড়ে সাজ সাজ রব। জেলা তৃণমূল থেকে প্রশাসনিক কর্তাদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে।
পাখির চোখ পঞ্চায়েত ভোট! ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পর এবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা । পুরুলিয়া যাওয়ার আগে দুর্গাপুরে থাকবেন তিনি। তাই হেলিকপ্টারের মহড়া।