New Update
/anm-bengali/media/media_files/HAXcNCJLupncMrXRatlc.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুটো মানুষের সম্পর্কের পরিণতি হলো বিয়ে (Marriage)। কীভাবে বুঝবেন সামনের মানুষটিই আপনার জীবনসঙ্গী (Life Partner) হতে পারে? আপনি কিরকম মানুষের সঙ্গে গোটা জীবন মানিয়ে নিয়ে থাকতে পারবেন সেটা আপনার থেকে ভালো কেউ জানবে না। তবে অধিক প্রত্যাশা (Expectation) রাখা উচিত নয়। মনের মানুষের সঙ্গে যোগাযোগ (Communication) রাখুন। দেখুন তিনিও কেমন সাড়া দিচ্ছেন। দামি গিফটের থেকেও জরুরি আপনাকে তাঁর দেওয়া সময়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us