গর্ভাবস্থায় সহবাস করতে চান? কখন নিরাপদ, কখন নয়?

অন্তঃসত্ত্বা অবস্থায় সহবাস কতটা নিরাপদ? এই প্রশ্ন অনেক দম্পতির মনেই রয়েছে। গর্ভাবস্থায় অনেকের স্বাভাবিক যৌনতার ইচ্ছে আর থাকে না।

author-image
Anusmita Bhattacharya
New Update
sex

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: অন্তঃসত্ত্বা অবস্থায় (Pregnancy) সহবাস (Sex) কতটা নিরাপদ? এই প্রশ্ন অনেক দম্পতির মনেই রয়েছে। গর্ভাবস্থায় অনেকের স্বাভাবিক যৌনতার ইচ্ছে আর থাকে না। আবার কারুর কারুর ক্ষেত্রে উল্টো হয়। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় যৌনতায় মাতলে অনাগত সন্তানের (Baby In Womb) কোনও ক্ষতি হবে না তো? চিকিৎসকরা বলেন, কারও যদি সুস্থ, স্বাস্থ্যকর এবং স্বাভাবিক গর্ভাবস্থা থাকে তাহলে একটা সময় পর্যন্ত সহবাস ভালো। অকাল প্রসবের (Premature Delivery) ঝুঁকি থাকলে গর্ভাবস্থায় সঙ্গম খারাপ।