গরমের দুপুরে ঘপাঘপ! অসুস্থ না হওয়ার উপায় কী?

ভালোবাসা হলো দুটো শরীর আর মনের মিল। সেই ভালোবাসা কি আর মরশুম দেখে হয়? অনেকেই ভাবে গরমের তপ্ত দুপুরে বিছানায় ঘনিষ্ঠ হওয়া মানেই ঘেমে নেয়ে যাচ্ছেতাই অবস্থা।

New Update
sex

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ভালোবাসা হলো দুটো শরীর আর মনের মিল। সেই ভালোবাসা কি আর মরশুম দেখে হয়? অনেকেই ভাবে গরমের তপ্ত দুপুরে বিছানায় ঘনিষ্ঠ (Sex) হওয়া মানেই ঘেমে নেয়ে যাচ্ছেতাই অবস্থা। গ্রীষ্মে সঙ্গম করলেও সেই সময়ে হিট স্ট্রোক (Heat Stroke) এড়াতে বাড়তি সতর্কতা মেনে চলা জরুরি। দুপুরে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। এই তাপ শরীরকেও ভিতর থেকেও গরম করে দেয়। সেই মুহূর্তে সঙ্গম করলে (Intimacy) সেই উষ্ণতার পারদ বেড়ে গিয়ে হৃদ্‌স্পন্দনের হার বেড়ে যায় যার জন্য হয়ে থাকে হিট স্ট্রোক। তাই ছুটির দিন ছাড়া গরমের দুপুরে (Summer Noon) সঙ্গম না করাই শ্রেয়।