যৌনতা বাঁচিয়ে রাখতে আদা খান!

যৌনতা দিন দিন কমে যাচ্ছে । বদল আনতে হবে খাদ্যের তালিকার । খাদ্যের তালিকায় এমন কিছু খাবার রাখুন যাতে যৌন জীবন সুস্থ হয় ।

author-image
New Update
love 22

নিজস্ব সংবাদদাতা: যৌন জীবনে শিথিলতা আসছে। অনেক সময়ই দেখা গিয়েছে, বয়স একটু বেড়ে গেলে বহু মানুষেরই যৌনতায় অনিচ্ছা চলে আসে। তাই খাদ্যের তালিকায় আদা রাখতে ভুলবেন না । আদায়  রয়েছে এমন ঔষধিগুণ যা একাধিক রোগ-ব্যাধির মোকাবিলায় সাহায্য করে। সুস্থ যৌনজীবন ধরে রাখতেও আদা অপরিহার্য্য। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন একটি সেদ্ধ ডিমের সঙ্গে আদার রস ও মধু খেতে পারলে ফল হাতে নাতে পাবেন।