/anm-bengali/media/media_files/2025/02/12/AH6ldShxVqZjjrj3xPM0.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্য বাজেটে ‘পথশ্রী’ প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন, আগামী অর্থবর্ষে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। তাঁর কথায়, রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য সরকার।
বাজেট ঘোষণায় বলা হয়েছে, এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকার নিজস্ব রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতেই আরও ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আরও বহু পথ সম্প্রসারণ হবে বলেই মনে করা হচ্ছে।
#WATCH | West Bengal CM Mamata Banerjee, along with State Minister Chandrima Bhattacharya, arrived at the State Legislative Assembly.
— ANI (@ANI) February 12, 2025
(Earlier visuals) pic.twitter.com/v4mytZ0I80
/anm-bengali/media/media_files/2025/02/12/ySJJXvd2vn174l1FEEXl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us