/anm-bengali/media/media_files/W07dq7FHsD1Td6n64R0I.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিনেমা দেখতে আমরা সবাই ভালোবাসি। আবার যদি অ্যাকশন বা রোম্যান্টিক সিনেমা হয় তাহলে তো কিছু বলার নেই। কিন্তু আমরা কী কখনও ভেবে দেখেছি দর্শকদের একটা সুন্দর সিনেমা উপহার দিতে সবথেকে বেশি ভূমিকা কাদের থাকে? সিনেমার হিরোকে দেখে আমরা উৎফুল্ল হয়ে যায়। কিন্তু সিনেমার শুটিংয়ে লুকানো নায়করা হলেন ক্যামেরাম্যান। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, একজন ক্যামেরাম্যান কীভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিনেমার শুটিংয়ের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দী করছেন। দেখুন সেই ভিডিও-
The hidden heroes in movie shoots are cameramen... pic.twitter.com/NNUNCRFNM8
— CCTV IDIOTS (@cctvidiots) April 14, 2023