সাপ চিবিয়ে খাচ্ছে 'তৃণভোজী' হরিণ! অবিশ্বাস্য

আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার দৌলতে অবিশ্বাস্য কিছু ঘটনার সাক্ষী থাকি।

মন

নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিদিনই অদ্ভুত কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। যার মধ্যে অনেক ছবি ও ভিডিও হতবাক করে দেয় নেটিজেনদের। রবিবার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। যেখানে তৃণভোজী একটি হরিণকে দেখা যাচ্ছে জলজ্যান্ত একটি সাপকে চিবিয়ে খেতে।

যা দেখে হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকে আবার বলছেন সব হরিণকে পুরোপুরি তৃণভোজী বলা না গেলেও সাপ চিবিয়ে খাওয়ার ঘটনাটি অবিশ্বাস্য। কেউ মনে হয় এই ধরনের ঘটনা কোনওদিন দেখেননি।