/anm-bengali/media/media_files/2025/05/31/KkpPgm2OKGciY88sy6mS.png)
ডুয়ার্স: ডুয়ার্স-এর জলদাপাড়া জাতীয়উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ফলে পর্যটকরা প্রতিনিয়ত জঙ্গলসাফারি করে থাকেন জলদাপাড়ার জঙ্গলে। দক্ষিণবঙ্গে গরম বাড়ছে, ফলে পর্যটকরা গরমের ছুটিতে সপরিবার নিয়ে ঘুরতে চলে আসছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বিভন্ন জায়গায় চলছে ভ্রমন। অনেক পর্যটকদের জলদাপাড়াতে জঙ্গলসাফারি করতে দেখা যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/a4fb8631-912.png)
জঙ্গলসাফারি করার সময় তাদের সামনে চলে আসে একদল হাতি, গন্ডার ও বাইসন জাতীয় পশুরা। যাদের দেখে খুশি পর্যটকরা। পাশাপাশি মহুর হরিণের দেখা মিলে এই জঙ্গলে। যা দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। এদিন এক দল হাতি ও বাইসনের দেখা পায় পর্যটকরা। জানা যায়, প্রতিনিয়ত এই সাফারিতে দেখা মেলে গন্ডার, হাতি, বাইসন, হরিণ ও অন্যান্য পশুদের। জলদাপাড়া সাফারি দুইটি গেট থেকে করা যায়। একটি হল শালকুমার জলদাপাড়া গেট ও অন্যটি হল মাদারি জলদাপাড়া গেট। খুদে পর্যটকদের এই সাফারির আনন্দ নিতে দেখা গেল এদিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us