অপুষ্টি, খাবার পাচ্ছেন না, থাকতে না পেরে মুখ খুললেন কংগ্রেস নেতা

তেলেঙ্গানার অবস্থা নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা ডাঃ অজয় ​​কুমার এবার কেসিআরকে অপুষ্টিকে ইস্যু করে নিশানা করেছেন। তিনি বলেছেন, "৫৭ শতাংশ মহিলা (তেলেঙ্গানায়) অপুষ্টির শিকার। মানুষ খাবার পাচ্ছেন না। কিন্তু, কেসিআর এবং তার পরিবার দামি গাড়ি এবং ঘড়ি ব্যবহার করেন। তেলেঙ্গানার ৭৮ শতাংশ মানুষ তাদের চিকিৎসা বেসরকারি হাসপাতালে করান। বাজেট কমে গেছে। কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই সরকার তেলেঙ্গানার নিরীহ মানুষকে লুট করেছে"।

hiren