New Update
/anm-bengali/media/media_files/OMh03OHk6vGwrcfbVWDH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ তেলেঙ্গানা (Telangana) হাইভোল্টেজ। ১১৯ সদস্যের তেলেঙ্গানা বিধানসভায় মোট ২,২৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ রাজ্যের ৩.২৬ কোটি ভোটার তাদের ভাগ্য নির্ধারণ করবেন। রাজ্যে মোট ৩৫ হাজার ৬৫৫টি ভোটকেন্দ্র রয়েছে। রাজ্যজুড়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এদিকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, তেলেঙ্গানায় সকাল ৯টা পর্যন্ত ৮.৫২ শতাংশ ভোট পড়েছে।
8.52% voter turnout recorded in Telangana till 9am pic.twitter.com/8Mzve2eGmG
— ANI (@ANI) November 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us