ক্ষমতায় কংগ্রেসই! ৯ ডিসেম্বর শপথ গ্রহণ

বড় ঘোষণা করলেন কংগ্রেস নেতা। চমকে গেলেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
123

নিজস্ব সংবাদদাতাঃ আজ সকাল থেকে দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায় (Telangana) শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ক্ষমতায় কে আসবে বিআরএস, বিজেপি নাকি কংগ্রেস? এর উত্তর হয়তো আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। এদিকে আজকের এই ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্য কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি। তিনি বলেন, "আমার কিছু বলার দরকার নেই। আপনারা জানেন কংগ্রেস কেমন পারফর্ম করছে। ভারত জোড়ো যাত্রার পর আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কৌশল তৈরি করেছি। এটি একটি প্রযুক্তিগত প্রক্রিয়া। ৩০ নভেম্বর ভোট গ্রহণ, ৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা এবং ৯ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান। জনগণ ইতিমধ্যে এখানে কংগ্রেস সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তেলেঙ্গানায় 'ভালো দিন' আসবে, 'দুরালা সরকার' চলে যাবে এবং 'প্রজালা সরকার' আসবে।“