ভোটকেন্দ্রে সটান হাজির মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

তেলেঙ্গানায় সকাল ১১টা পর্যন্ত ২০.৬৪ শতাংশ ভোট পড়েছে।

author-image
SWETA MITRA
New Update
votee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান, এবার সস্ত্রীক ভোট দিতে এলেন মুখ্যমন্ত্রীবিআরএসপ্রধানকেচন্দ্রশেখররাও 9K. Chandrashekar Rao)। আজ বৃহস্পতিবার কিছুক্ষন আগেই তিনি ও তাঁরস্ত্রীশোভারাওসিদ্দীপেটেরচিন্তামাডাকায়ভোটকেন্দ্রেভোটদিতেআসেন। আজ সকাল থেকেই তেলেঙ্গানায় শুরু হয়েছে বিধানসভানির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া।