বিজেপি নয়, এই রাজ্যে জিতে গেল কংগ্রেস! চলছে মুখ মিষ্টি পর্ব

বিরাট এগিয়ে গেল কংগ্রেস দল। চমকে গেল সকলে।

author-image
SWETA MITRA
New Update
telen congress.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই দক্ষিণী রাজ্য তেলেঙ্গানায় পালা বদলের ইঙ্গিত মিলছে। হায়দ্রাবাদের তেলেঙ্গানা কংগ্রেস অফিসে উদযাপনের প্রাথমিক প্রবণতায় দেখা গিয়েছে। কারণ কংগ্রেস সেখানে ৪৭ টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে দলীয় ক্যাডাররা 'বিদায় কেসিআর' বলে স্লোগান দিতে শুরু করেছেন।  এদিকে বিআরএস এখন ২৬ টি আসনে এগিয়ে রয়েছে।