কিল, চড়, ঘুষি! হাতাহাতিতে জড়ালেন তিন দলের কর্মীরা, ভয়ঙ্কর পরিস্থিতি

তেলেঙ্গানায় আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

author-image
SWETA MITRA
New Update
clash.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় (Telangana)সকাল৯টাপর্যন্ত.৫২শতাংশভোটপড়েছে। এদিকে আজ ভোটগ্রহণের দিনই অশান্ত হয়ে উঠল রাজ্য। জানা গিয়েছে, আজ২৪৪নম্বরজনগাঁওপোলিংবুথেবিজেপি, কংগ্রেস বিআরএস (BJP-BRS)কর্মীদেরমধ্যেসংঘর্ষেরখবরপাওয়াগেছে।অন্যদিকে ইব্রাহিমপত্তনমেরখানপুরভোটকেন্দ্রেবিআরএসকংগ্রেসকর্মীদেরমধ্যেউত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে খবর।