বিজেপি বনাম বিআরএস! ইন্ডিয়ার দলগুলোকে পাত্তাই দিলেন না মুখ্যমন্ত্রী

তেলেঙ্গানায় মহারণ। কী হতে চলেছে? মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোোো

নিজস্ব সংবাদদাতা : আসল লড়াই বিজেপি ও বিআরএসের মধ্যে। ইন্ডিয়া জোটের সদস্য দলগুলিকে পাত্তা দিতে নারাজ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "তেলেঙ্গানায় বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে। এখানে, বিজেপি বিআরএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিআরএস সনাতন ধর্মকে ধ্বংস করছে। এখানকার মানুষ একটিও ভোট দেবে না ইন্ডিয়া জোটের অংশীদারদের জন্য, যারা সনাতন ধর্মের অবসানের কথা বলে। এখানে আসল লড়াই বিজেপি এবং বিআরএসের মধ্যে।"