/anm-bengali/media/media_files/CXwqmWta7TfkxV1ER7by.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিকে এই ভোট নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানার ভোটারদের বিপুল সংখ্যক ভোট দিয়ে এমন একটি সরকারকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন যার অগ্রাধিকার ক্ষমতায়ন, তুষ্টকরণ নয়। অমিত শাহ বলেন, ‘তেলেঙ্গানার সমৃদ্ধির জন্য শুধুমাত্র দুর্নীতিমুক্ত ও দরিদ্রবান্ধব সরকারই নিঃস্বার্থভাবে কাজ করতে পারে।‘
তেলেঙ্গানার ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সকালে ইংরেজি ও তেলুগু ভাষায় পৃথক এক পোস্টে অমিত শাহ বলেন, "কেবল মাত্র দুর্নীতিমুক্ত ও দরিদ্রপন্থী সরকারই তেলেঙ্গানার সমৃদ্ধির জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। আমি তেলেঙ্গানার জনগণকে একটি সরকার গঠনের জন্য বিপুল সংখ্যায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যার অগ্রাধিকার ক্ষমতায়ন, তুষ্টকরণ নয়।“
Only a corruption-free and pro-poor government can work selflessly for the prosperity of Telangana.
— Amit Shah (@AmitShah) November 30, 2023
I appeal to the people of Telangana to come out in large numbers to form a government for which the priority is empowerment, not appeasement.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us