Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর হল ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) বা ভি (VI)। গ্রাহকদের জন্য এই নেটওয়ার্ক নিয়ে এসেছে এক আকর্ষণীয় ইন্টারনেট প্ল্যান।
এই প্ল্যানের মূল্য মাত্র ৭৫ টাকা। গ্রাহকরা যাতে অতিরিক্ত ডেটা কিনতে পারে তাই এই প্ল্যান তৈরী করা হয়েছে।
গ্রাহকদের নির্দিষ্ট কোটার ইন্টারনেট শেষ হয়ে গেলে অতিরিক্ত ডেটার জন্য এই প্ল্যান কিনতে পারবেন তারা। তবে এই সুবিধা পেতে হলে, বেস প্ল্যান অর্থাৎ একটি প্রাথমিক প্ল্যান আগেই রিচার্জ করে রাখতে হবে গ্রাহকদের। ৭৫ টাকার এই ডেটা প্ল্যানের বৈধতা ৭ দিন।
/anm-bengali/media/media_files/Jlwb7yf13vaeEIXod9Rz.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us