রিলায়েন্স জিওর সঙ্গে হাত মিলিয়ে ভারতে গুগল এআই আনছে সুন্দর পিচাই

জিও গ্রাহকদের জন্য দারুণ সুযোগ — ১৮ মাস বিনামূল্যে মিলবে 'Google AI Pro' প্ল্যান, থাকবে 'Gemini 2.5 Pro' ও ২ টেরাবাইট স্টোরেজ সুবিধা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Sundar Pichai

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই আজ এক টুইটে ঘোষণা করলেন যে, গুগল ভারতে রিলায়েন্স জিওর সঙ্গে অংশীদারিত্বে দেশের ব্যবহারকারীদের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পরিষেবা আনছে।

সুন্দর পিচাই লিখেছেন, “ভারতে গুগল এআই নিয়ে আসতে রিলায়েন্স জিওর সঙ্গে অংশীদার হতে পেরে আমি ভীষণ উৎসাহিত। যোগ্য জিও গ্রাহকরা আগামী ১৮ মাস বিনামূল্যে পাবেন আমাদের AI Pro প্ল্যান, যার মধ্যে থাকবে Gemini 2.5 Pro, ২ টেরাবাইট স্টোরেজ এবং সর্বাধুনিক এআই ক্রিয়েশন টুলস। একসঙ্গে আমরা কী তৈরি করব, তা দেখার অপেক্ষায় আছি!”

এই ঘোষণাকে ঘিরে প্রযুক্তি মহলে উৎসাহ ছড়িয়েছে।