/anm-bengali/media/media_files/1y9eVtQEsmES1dJMfLZi.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : চাঁদের পর এবার সূর্য জয়ের অপেক্ষায় ভারত। সূয্যি মামার দেশে আদিত্যকে পাঠিয়েছে ইসরো। ঠিক কোন পর্যায়ে রয়েছে সে? কী কী কাজ করছে? বিজ্ঞানীরা কী বলছেন এ সব নিয়ে জনসাধারণের মধ্যে কৌতূহলের শেষ নেই। ইসরোর প্রতিটি ট্যুইটই যেন সূর্যকে আরো কাছে নিয়ে আসছে। জানা যাচ্ছে অনেক অজানা তথ্য। এবারে নতুন ট্যুইটে মহাকাশ সংস্থা জানিয়ছে যে আদিত্য এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, সৌরযানটি STEPS যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০,০০০ কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল এবং এনার্জেটিক আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। এই ডেটা বিজ্ঞানীদের সাহায্য করে পৃথিবীর চারপাশে ছড়িয়ে থাকা কমার ব্যাপার জানতে।
ISRO tweets, "Aditya-L1 Mission: Aditya-L1 has commenced collecting scientific data. The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth. This data helps scientists analyze the… pic.twitter.com/qtw2AxXZsL
— ANI (@ANI) September 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us