/anm-bengali/media/media_files/uFRALDBma73VYgsptSqs.jpg)
নিজস্ব সংবাদদাতা : সফল উৎক্ষেপণ হলে ফের সাফল্যের মুখ দেখতো ইসরো তথা গোটা দেশ। কিন্তু এবারে গগনযানের প্রথম ফ্লাইট টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশন-১ (টিভি-ডি ১) লঞ্চ স্থগিত করা হয়েছে। কী ঘটেছে ঘটনা? এ বিষয়ে ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, লিফ্ট-অফ প্রচেষ্টার বাস্তবায়ন ঘটেনি। ইঞ্জিন ইগনিশন নামমাত্র কোর্সে ঘটেনি, আমাদের খুঁজে বের করতে হবে কী ভুল হয়েছে। যানটি নিরাপদে রয়েছে, আমাদের দেখতে হবে কী হয়েছে। আমরা শীঘ্রই ফিরে আসব। যে কম্পিউটারটি কাজ করছে সেটি লঞ্চটি আটকে রেখেছে। আমরা এটি সংশোধন করব এবং শীঘ্রই লঞ্চের সময়সূচি ঘোষণা করব।"
#WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch on hold
— ANI (@ANI) October 21, 2023
ISRO chief S Somnath says, The lift-off attempt could not happen today...engine ignition has not happened in the nominal course, we need to find out what went wrong. The vehicle is safe, we… pic.twitter.com/wIosu113oT