দাবাং অফিসারের জায়গায় 'পাঠান'!

ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের মুখ বদলের সিদ্ধান্ত নিল রিয়েলমি।

author-image
Pallabi Sanyal
25 May 2023 | আপডেট করা হয়েছে 26 May 2023
দাবাং অফিসারের জায়গায় 'পাঠান'!

নিজস্ব সংবাদদাতা : প্রযুক্তির দুনিয়ায় রিয়েলমি নিজের জায়গা প্রতিষ্ঠা করে দেখিয়েছে। মোবাইল প্রেমীদের মধ্যেও কোম্পানির মোবাইলগুলির চাহিদা রয়েছে ভালোই। এবার মুখ বদলের সিদ্ধান্ত নিল রিয়েলমি। বদলে ফেলল সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের মুখ। এতদিন সলমখান ছিলেন রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার। তবে, দাবাং অফিসারকে সেই জায়গা থেকে সরিয়ে দাঁড় করানো হল শাহরুখ খানকে।  সামনেই রিয়েলমির ১১ প্রো সিরিজ লঞ্চের অনুষ্ঠান রয়েছে। তার আগে মুখ বদলের বিষয়টি ব্যবসায় আলোড়ন  ফেলবে বলেই আশাবাদী সংস্থার সঙ্গে যুক্ত সকলেই।