আইপিএলের আগে চাহালের ব্যক্তিগত জীবনে ঝড়! ডিভোর্স হয়েই গেল আজ

উকিল কি বললেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
chahaldhan

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গেল যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার। চাহাল প্রথমে বান্দ্রার পারিবারিক আদালতে পৌঁছান, কিন্তু ভার্মা না এলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন এবং অবশেষে সকাল ১১টার পর ধনশ্রীও আসেন। দুজনেই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হন এবং তাদের ডিভোর্স মঞ্জুর হয়ে যায়।

Bombay High Court orders family court to decide divorce case of Yuzvendra  Chahal, Dhanashree Verma tomorrow

চাহালের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট নীতিন কুমার গুপ্ত বলেছেন, "আদালত বিবাহবিচ্ছেদের ডিক্রি মঞ্জুর করেছে। আদালত উভয় পক্ষের যৌথ আবেদন গ্রহণ করেছে। তারা আর স্বামী-স্ত্রী নন'।

৩৪ বছর বয়সী যুজবেন্দ্র চাহাল আইপিএল ২০২৫-এর প্রস্তুতি নিচ্ছেন। এবার তিনি খেলবেন পাঞ্জাব কিংসের (পিবিকেএস) হয়ে। টুর্নামেন্ট শুরু হবে ২২ মার্চ থেকে। পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৫ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।