ব্রিজ ভূষণের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কুস্তিগীররা

দিল্লির (Delhi) জন্তর মন্তরে ধারবাহিকভাবে প্রতিবাদ প্রদর্শন করছেন কুস্তিগীররা (Wrestlers Protest)। কুস্তিগীররা ন্যায়বিচারের দাবিতে ধর্নায় বসেছেন। বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশনের (WFI) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) কুস্তিগীরদের নার্কো টেস্ট করানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

author-image
Pritam Santra
New Update
WFI

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির (Delhi) জন্তর মন্তরে ধারবাহিকভাবে প্রতিবাদ প্রদর্শন করছেন কুস্তিগীররা (Wrestlers Protest)। কুস্তিগীররা ন্যায়বিচারের দাবিতে ধর্নায় বসেছেন। বিজেপি সাংসদ এবং রেসলিং ফেডারেশনের (WFI) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) কুস্তিগীরদের নার্কো টেস্ট করানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কুস্তিগীররা তা মেনে নিয়েছেন। সোমবার বজরং পুনিয়া বলেন, "আমরা যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুত। তবে এটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করা উচিৎ। নারকো টেস্ট লাইভ হওয়া উচিৎ যাতে পুরো দেশ সবটা দেখতে পায়। বজরং পুনিয়া বলেন, "যদি ভারতীয় কুস্তি ফেডারেশনের কেলেঙ্কারি গণনা করা হয়, তাহলে আমরা নার্কো টেস্টের জন্য প্রস্তুত। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মহিলা কুস্তিগীরদের পাশাপাশি তাদের কোচকেও নারকো টেস্ট করাতে হবে।"