New Update
/anm-bengali/media/media_files/lYasHfVrT46pWDMP9Dzn.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ক্রিকেট দুনিয়ায় যে ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ থাকে সবথেকে উপরে তা হল ভারত বনাম পাকিস্তান। তবে আশঙ্কা রয়েছে বৃষ্টির। আবহাওয়া দফতর জানিয়েছে যে গুজরাটের আমেদাবাদে যে স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে সেই শহরে বৃষ্টি হতে পারে কাল। পাশাপাশি উত্তর গুজরাট জুড়ে শনিবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার এবং রবিবার ২ দিনই বৃষ্টিতে ভাসতে পারে ওই শহর।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us