আবার উইকেট, একের পর এক ভেঙে পড়ছে পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ, অবশেষে জয়ের স্বাদ কি পেতে চলেছে আরসিবি?

আবার উইকেট হারাল পাঞ্জাব।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরসিবি দাপট দেখাচ্ছে আইপিএল ফাইনালে। চতুর্থ উইকেট পড়ে গেল পাঞ্জাবের। ক্রুনাল পান্ডিয়া বল হাতে মাঠে নেমে বড় ধাক্কা দিলেন প্রতিপক্ষকে—জোশ ইংলিসকে ফিরিয়ে দিলেন তিনি। লিয়াম লিভিংস্টোন নিখুঁত ক্যাচ ধরে ইতি টেনে দিলেন ইংলিসের ইনিংসে।

Don't Think Shreyas Is Too Pleased': Josh Inglis On Stepping Into Iyer's  Role

আরসিবি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে—পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ একের পর এক ভেঙে পড়ছে। ফাইনালের উত্তেজনা এখন চূড়ায়, আর আরসিবি সমর্থকদের মুখে হাসি।