রোহিত-বিরাট নিয়ে কি বললেন প্রাক্তন ক্রিকেটার মদন লাল?

ভারতীয় ক্রিকেটে অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে মদন লাল বলেন, রোহিত আর বিরাট দলে থাকলে ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হয়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
crd9bgk4_virat-kohli-rohit-sharma-afp_625x300_01_December_25

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল। তিনি বলেন, “আমাদের ওডিআই দল খুবই ভালো। রোহিত এবং বিরাট দলে থাকলে দল আরও শক্তিশালী হয়ে ওঠে। অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে মানসিকভাবে স্থির রাখে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের মোড় ঘোরাতে সাহায্য করে।”

c

তিনি আরও বলেন, “বিরাট কোহলি অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার, তিনি জানেন কখন কী করতে হবে। আর রোহিত শর্মা—ওপেনার হিসেবে তাকে হারানোর মতো কেউ নেই। তাদের অভিজ্ঞতা ও ম্যাচ বুঝে খেলার ক্ষমতা দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।”