RCB vs KKR : ভেস্তে যাবে কেকেআরের ম্যাচ?

RCB vs KKR : আকাশের মুখ ভার। রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ।

author-image
Pritam Santra
New Update
KKR প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মনোজ

নিজস্ব সংবাদদাতাঃ একের পর কে ম্যাচে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও (RCB) ধারাবাহিকতার অভাবে ভুগছে। এই পরিস্থিতিতে বুধবার দুই দলই কাঙ্ক্ষিত জয়ের সন্ধানে রয়েছে। যদিও ম্যাচ (RCB vs KKR) ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর (Bengaluru) আকাশের মুখ ভার বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে যে আপডেট পাওয়া গিয়েছে তাতে দফায় দফায় বৃষ্টি হতে পারে সেখানে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাত্রা বেশি হলে ম্যাচ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।