New Update
/anm-bengali/media/media_files/yksLNfGpuR8BT6MPi6bc.jpg)
নিজস্ব সংবাদদাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান (RCB) বিরাট কোহলি ও লখনউ সুপার জায়ান্টসের (LSG) মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে সম্প্রতি এক বিতর্ক দানা বেঁধেছে। অবিলম্বে বিরাট কোহলিকে (Virat Kohli) ব্যান (Ban) করুক বিসিসিআই (BCCI), এই বিতর্ক নিয়ে এবার রেগে গিয়ে এমনটাই দাবি করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। 'এই ঘটনায় যাঁরাই জড়িত তাঁদের নিষিদ্ধ করা হোক যাতে ভবিষ্যতে আর এ ধরনের লড়াই না হয়', এমনটাই মন্তব্য তাঁর। 'লক্ষ লক্ষ শিশু তাঁদেরকে অনুসরণ করে', বললেন সেহওয়াগ। বীরুর মতে, যিনি হেরেছেন তাঁর উচিত ছিল নীরবে পরাজয় মেনে নেওয়া আর যিনি জিতেছেন তাঁর উচিত সেলিব্রেশন করা।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us