Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/EoX7zR4ePpNdGqdF5bsU.jpg)
নিজস্ব সংবাদদাতা: ক্রিকেট বিশ্বকাপের পর বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজে তাই নাকি খেলবেন না বিরাট। টেস্ট সিরিজ থেকে দলে ফিরবেন আবার। এরই মধ্যে বিরাট কোহলিকে নিয়ে ফের নতুন জল্পনা। শোনা যাচ্ছে যে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে নাকি খেলবেন না কোহলি। বিরাটের কি টি-২০ কেরিয়ার তাহলে শেষ হয়ে গেল? ইতিমধ্যেই এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে একটা প্ল্যান করছে বিসিসিআই। সেই কারণেই বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটাররা খেলতে পারেন কিনা তা জানতে চাইছে বোর্ড। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর আর টি-২০ ক্রিকেট খেলতে দেখা যায়নি কিং কোহলিকে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us