আবেগপ্রবণ Virat Kohli, ভক্তদের জানালেন ধন্যবাদ

২০২৩ সালের আইপিএলেও (IPL 2023) ভালো করতে পারেনি আরসিবি (RCB) দল। ১৬ বছর ধরে খেতাব জয়ের অপেক্ষা চলছে। এই মরসুমে দলটি প্লে অফে পৌঁছাতে পারেনি। গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে শেষ লিগ ম্যাচে হেরে আবারও ভেঙে গেল বিরাট কোহলির (VIrat Kohli) স্বপ্ন।

author-image
Pritam Santra
23 May 2023
আবেগপ্রবণ Virat Kohli, ভক্তদের জানালেন ধন্যবাদ

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সালের আইপিএলেও (IPL 2023) ভালো করতে পারেনি আরসিবি (RCB) দল। ১৬ বছর ধরে খেতাব জয়ের অপেক্ষা চলছে। এই মরসুমে দলটি প্লে অফে পৌঁছাতে পারেনি। গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে শেষ লিগ ম্যাচে হেরে আবারও ভেঙে গেল বিরাট কোহলির (VIrat Kohli) স্বপ্ন। বিরাট কোহলি তার সেরাটা দেওয়ার অনেক চেষ্টা করেছেন। গুজরাটের বিপক্ষে সেঞ্চুরি করলেও জিততে পারেনি দল। প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর আবেগপ্রবণভাবে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, " আমাদের অনুগত সমর্থকদের ধন্যবাদ, যারা প্রতিটি পদক্ষেপে আমাদের সমর্থন করেছিল।"