‘Signing off’ বিরাটের একটা ম্যাসেজ ঝড় তুললো বিরাট ফ্যানেদের মনে, যা জানা গেল মানা যাচ্ছে না!

'এমন শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বহন করব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
virat kohli4

File Picture

নিজস্ব সংবাদদাতা: টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন কিং কোহলি। হোয়াইট জার্সি কিং-কে আর দেখা যাবে না সবুজ গালিচায়। সকাল সকাল এই খবরে মন ভারাক্রান্ত বিরাট ফ্যানেদের। 

নিজের ইন্সটাগ্রাম পেজে এদিন নিজেই জানিয়েছেন সেই কথা। বিরাট লিখেছেন, “টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরা ১৪ বছর হয়ে গেছে। সত্যি বলতে, এই ফর্ম্যাটটি আমাকে যে যাত্রায় নিয়ে যাবে তা আমি কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বহন করব। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব।  

jk

এই ফর্ম্যাট থেকে সরে আসার সিদ্ধান্তটা সহজ নয়। কিন্তু এটা ঠিক বলেই মনে হচ্ছে। আমার যা কিছু ছিল, সবই আমি ওকে দিয়েছি, আর ও আমাকে যা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি তাই সকলের কাছে কৃতজ্ঞ। আর তাই আজ শেষ বার জানালাম, ‘সাইনিং অফ’!

বিরাট আর কি জানিয়েছে, দেখুন ওর ইন্সটাগ্রাম পোস্টে -