New Update
/anm-bengali/media/media_files/2024/11/24/k8BaaQxZUPI4h6Xmgq28.png)
নিজস্ব সংবাদদাতা: চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। পার্থের অপটাস স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ঘটে গেল চরম দুর্ঘটনা। মিচেল স্টার্কের বলে বিরাট কোহলির মারা ছক্কা সোজা গিয়ে লাগল নিরাপত্তারক্ষীর মাথায়। ম্যাচের প্রথম ছক্কা ছিল কোহলির। তবে এই ঘটনায় উচ্ছ্বাস বদলে যায় উদ্বিগ্নে। প্রথমে বিষয়টি খেয়াল না করলেও পরে তা বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন বিরাট। ঘটনার ফলে ক্ষনিকের জন্য স্তব্ধ করা হয় ম্যাচ। দ্রুত চিকিৎসা শুরু করা হয় ওই নিরাপত্তারক্ষীর। ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-
What a shot by kohli its a six
— Royal Challenger (@rcb__fc) November 24, 2024
And hits a security guard pic.twitter.com/eiv9RDjKo2
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us