'' ৩০ পে আউট করো..''! ওয়ার্ল্ড কাপের জন্যও প্রস্তুত ভারত

ঘরের মাঠে শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ ছিনিয়ে নিয়েছে ভারত। জয়ের ব্যবধান মাত্র ১ রান। এবার প্রতিক্রিয়া দিলেন কপিল দেব। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023
sadsd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদতা : মাত্র এক রানে জয়! ভারতের ঝুলিতে এশিয়া কাপ। বিষয়টাকে কীভাবে দেখছেন অভিজ্ঞ ক্রিকেটার কপিল দেব? তিনি এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, ক্রিকেট অসাধারণ খেলা। একজন করিকেটার হিসেবে আমি আরো ক্লোজ গেম দেখতে চাই এমন। ৩০-পে আউট করো। এসে জেতো। কম ব্যবধানে হাড্ডাহাড্ডি বিষয়েও মূল ফোকাস করেছেন তিনি।  আসন্ন বিশ্বকাপ নিয়ে তার প্রতিক্রিয়া,"আমি মনে করি আমরা যদি সেরা ৪-এ আসি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি এখনই বলতে পারবেন না, আমরা ফেভারিট। আমাদের দল খুব ভালো। আমাদের খুব পরিশ্রম করতে হবে। আমি আমার দল সম্পর্কে জানি। আমি অন্য দল সম্পর্কে জানি না। ভারতীয় দল চ্যাম্পিয়নশিপ খেলতে ও জেতার জন্য প্রস্তুত।"