New Update
/anm-bengali/media/media_files/g1E9p7zKIBr5Spvgx71s.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের মহাযুদ্ধের আগে আজ ভারতের ওয়ার্ম আপ ম্যাচ। মুখোমুখি হচ্ছে তিম ইংল্যান্ড। গতকাল থেকেই শুরু হয়েছে ওয়ার্ম আপ ম্যাচগুলি। প্রথম দিন ওয়ার্ম আপ ম্যাচে নজর কেড়েছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। আর আজ ভারতের দিকে তাকিয়ে গোটা দেশ।
ইতিমধ্যেই টস হয়ে গেছে এবং টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে মেন ইন ব্লু। তবে অকাল বৃষ্টিতে এখনও ম্যাচ শুরু করাই যায়নি। তাই কতক্ষণে ম্যাচ শুরু হবে তা বলা যাচ্ছে না এখনই। তবে দুই দলই যে বিশ্বকাপের এই প্র্যাকটিস ম্যাচে বাড়তি জোশ নিয়ে নামছে তা বলাই যায়।
UPDATE: The covers are on the field and the start of play has been delayed due to rain 🌧️
— BCCI (@BCCI) September 30, 2023
Stay tuned for further updates.#TeamIndia | #CWC23 | #INDvENG
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us