ওয়াংখেড়েতে আজ হাইভোল্টেজ যুদ্ধ

আজ ৭-এ ৭, এই লক্ষ্য পূরণ করা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-11-02 at 10.42.03.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ দুপুর ২টো। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উঠবে ক্রিকেট ঝড়। কেননা মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। সাধারণ ভাবে বলতে গেলে এ এক সাধারণ ম্যাচ। কিন্তু সাধারণের মাঝেই লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু ফর্মূলা। আসলে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই সেমিফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে। আর মনে করা হচ্ছে সেখানে নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। ফলে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্যে। একই সাথে আজ ৭-এ ৭, এই লক্ষ্যও পূরণ করা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ম্যাচের এই হাইপের জন্যে দর্শকদের ভিড়ও হবে চোখে পড়ার মত।

অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপ ম্যাচে তাই নিরাপত্তা থাকছে জোরদার। এই বিষয়ে ডিসিপি প্রবীণ মুন্ধে জানিয়েছেন, “ভারত-শ্রীলঙ্কা বিশ্বকাপের ম্যাচ দেখতে আগত সমস্ত দর্শকদের জন্য মুম্বাই পুলিশের পক্ষ থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। আমরা ১০০% দর্শক উপস্থিতি আশা করছি। তাই সবাইকে শেষ মুহূর্তের ভিড় এবং নিরাপত্তা পরীক্ষার কারণে অসুবিধা এড়াতে সময়মতো স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ম্যাচ শুরু হবে দুপুর ২ টোয় কিন্তু স্টেডিয়াম খুলে দেওয়া হয়েছে সকাল ১১টা থেকে। দ্বিতীয়ত, দর্শকদের ব্যাগ, পাওয়ার ব্যাঙ্ক, জলের বোতল, কয়েন, লাইটার, দাহ্য বস্তু যেমন ম্যাচস্টিক, তামাকজাত দ্রব্য যেমন সিগারেট, গুদকা এবং আপত্তিকর পতাকা, ব্যানার বা প্যামফলেট বহন করা যাবে না। এগুলির কোনও অনুমতি নেই। বিস্তারিত জানার জন্য, ম্যাচের টিকিটে মুদ্রিত নির্দেশাবলী পড়ুন। তৃতীয়ত, স্টেডিয়াম ও এর আশেপাশে কোনো পার্কিং সুবিধা না থাকায় ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ এড়িয়ে চলুন। অনুগ্রহ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন”।

hiren