/anm-bengali/media/media_files/CUZuKYvaPtKpqsgwny5y.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কেশপুর (keshpur) বাস স্ট্যান্ড থেকে তৃণমূলের (TMC) মিছিল শুরু হয়। সম্পূর্ণ কেশপুর বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে সভার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। একাধিক বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে উপস্থিত নেতৃত্ববৃন্দ। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ ইকবাল, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, বর্তমান কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর ও বিশ্বজিৎ বড়দোলই সহ প্রমুখ।তবে এদিনের মিছিলে দেখা যায়নি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি প্রদ্যুৎ পাঁজা এবং কেশপুরের বিধায়ক শিউলি সাহাকে। সামনে পঞ্চায়েত নির্বাচন ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির 'নবজোয়ার'কে সাফল্যমণ্ডিত করার জন্য এই মিছিল বলে আসিফ ইকবাল জানিয়েছেন। কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা এই মিছিলে অনুপস্থিত থাকা প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন উনাকে জানানো হয়েছিল মিটিং মিছিল হবে বলে, কেন আসেননি উনি বলতে পারবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us