New Update
/anm-bengali/media/media_files/vt3laX3g98zlicOkOMEm.jpg)
নিজস্ব সংবাদদাতা: এটিকে মোহন বাগান (ATKMB) ছাড়ার কথা আগেই বলেছিলেন তিরি (Tiri)। তার চোট সমস্যা মিটেছে বলে মনে করা হচ্ছে। বাগানের সঙ্গে কিছু দিন অনুশীলন করেছিলেন। দল বদলের বাজারে গুঞ্জন, এটিকে মোহন বাগানের পরপর মুম্বইয়ে যেতে তিনি। তিরি মুম্বই সিটিতে (MCFC) যোগ দিতে পারেন বলে অনেকে মনে করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us