New Update
/anm-bengali/media/media_files/5XXaTz1F5RWAywMT1CpM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে স্বস্তি পেল দর্শকরা। ম্যাচ শুরু হবে রাত ১২টা ১০ মিনিটে। জানা গিয়েছে, খেলা হবে ১৫ ওভার। দ্বিতীয়বার মাঠ পরিদর্শনের পরে জানিয়ে দেন আম্পায়াররা। ওভার কমায় বদলে যায় চেন্নাইয়ের জয়ের টার্গেট। জয়ের জন্য ধোনিদের দরকার ১৭০ রান। ৫ ওভারের পাওয়ার প্লে। ৫ জন বোলার সর্বাধিক ৩ ওভার করে বল করতে পারবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us