New Update
/anm-bengali/media/media_files/IamCSHo7kjS5u8uxFNhD.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: খেলা নিয়ে বঙ্গবাসীর উত্তেজনার পারদ হয়ত থার্মোমিটার ভাঙবে। গতকাল ভারত ও পাকিস্তানের ম্যাচের পর আজ বাঙালির ফুটবলের আবেগের ম্যাচ। আজ নৌকা বনাম মশালের ম্যাচ, মাঠ কাঁপাবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফলে সকাল থেকেই কোমড় বেঁধেছে ভক্তরা। আজ আবার গলা ফাটিয়ে সাপোর্টের পালা। ইতিমধ্যেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সমর্থন জারি করতে শুরু করে দিয়েছে। কেউ ইস্টবেঙ্গল কেউ আবার মোহনবাগানের হয়ে পোস্ট করছেন। অপেক্ষা বিকেল ৪ টের, তারপরেই খেলা শুরু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us