/anm-bengali/media/media_files/ZaMBywtEedUJeod0T0O5.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে সব জল্পনার অবসান হতে চলেছে। মঙ্গলবার অর্থাৎ আজ দুপুর দেড়টায় শ্রীলঙ্কার ক্য়ান্ডিতে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দেশের মাটিতে বিশ্বকাপের স্কোয়াডে ভারতের কোন ১৫ জন খেলোয়ার থাকেন সেটাই এখন দেখার। এমনিতে ১৫ জনের মধ্যে ১৩টি স্থান নিয়ে কোনও জটিলতা নেই। ১৫ জনের টিম ইন্ডিয়ার বিশ্বকাপে পাঁচজন স্পেশালিস্ট ব্য়াটার, চারজন অলরাউন্ডার (দুই পেসার, দুই স্পিনার অলরাউন্ডার), দু'জন উইকেটকিপার, চারজন ওপেনার, একজন স্পেশালিস্ট স্পিনার থাকছেন, তিনজন স্পেশালিস্ট পেসার থাকছেন। লোকেশ রাহুল ফিট হয়ে ওঠায় তাঁরও স্কোয়াডে থাকা স্বাভাবিক।
এবার একটাই প্রশ্ন, টি-২০ ক্রিকেটে দুনিয়ার সেরা ব্যাটার সূর্যকুমার যাদব না ওয়েস্ট ইন্ডিজে দারুণ অভিষেক হওয়া তিলক ভর্মা কাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন আগরকররা। সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহালকে ব্রাত্য থাকতে হচ্ছে।
ভারতের সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।
(সম্ভবত স্কোয়াডে থাকবেন না- তিলক ভর্মা, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন।)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us