New Update
/anm-bengali/media/media_files/KNqVQ3TvRy7kQaRTWdAI.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় শ্যুটার স্বপ্নিল কুসলের নাম এখন লোকের মুখে মুখে ঘুরছে। কেননা বিশ্বের দরবারে দেশের জন্যে এনে দিয়েছেন পদক। ব্রোঞ্জ পদক জয়ের বিষয়ে, তার প্রাক্তন কোচ বিশ্বজিৎ শিন্ডে আজ আনন্দে কেঁদে ফেললেন। এদিন তিনি বলেন, “আমি খুব খুশি যে সে আজ অলিম্পিকে পদক পেয়েছে। তার জয় আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটি তার পরিশ্রমের ফল। সে যে কঠোর পরিশ্রম করেছে তার জন্য আমি খুব খুশি”।
#WATCH | Mumbai (Maharashtra): On Indian shooter Swapnil Kusale winning the bronze medal, his former coach Vishwajeet Shinde says, "I am very happy he got an Olympic medal today. His victory is a matter of great joy for us. This is the result of the hard work he did and I am very… pic.twitter.com/ssSsSXfq7M
— ANI (@ANI) August 1, 2024